Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Monday, February 10, 2014

অন্বিষ্ট হৃদয় অপচিত হৃৎপিণ্ড - নিকোলাই আমোসভ (অনু: দ্বিজেন শর্মা)



অনুবাদ : দ্বিজেন শর্মা
অঙ্গসজ্জা : স. পুশকোভা
প্রকাশনা : প্রগতি প্রকাশন (সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত) 
প্রকাশ কাল : ১৯৭৭
পৃষ্ঠা সংখ্যা : ২৭৪
 আয়তন : ১৪.৩ মে. বা.



কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : সৌম্যেন পাল
স্ক্যান করেছেন : প্রসেনজিৎ
প্রসেস করেছেন : প্রসেনজিৎ




5 comments:

  1. 1980 সালের আগের ঘটনা । প্রায়ই আমি ধর্মতলা অঞ্চলে চৌরঙ্গী রোডের উপরে এস.এন. ব্যানার্জি রোড ক্রসিং ছেড়ে তৎকালীন রিট্জ হোটেলের দিকে যেতে দেখতাম একটি তামাকের বিখ্যাত দোকানের(এখন নেই।) সামনে ফুটপাথের উপর একটা প্ল্যাস্টিকের চাদরের উপর সোভিয়েত বই সাজিয়ে বিক্রী করছেন একজন বেশ লড়াকু চেহারার ভদ্রলোক । ওখানে গেলেই একটা-দুটো বই কিনতামই । একটা হার্ড বাউন্ড পকেট বুক সাইজের বই প্রায়ই দেখতাম । আমি একদম হাত দিতাম না বইটাতে । কেন জানি না , নামটা দেখে আমার ধারনা হয়েছিলো যে বইটা বুঝি কবিতার ! শুধু কবিতার না , বোধহয় আধুনিক কবিতার । তারপর একদিন নতুন কোন বই আর না পেয়ে অগত্যা মধুসূদন হিসাবে বইটা খুবই তাচ্ছিল্য করে হাতে নিয়ে দু-একটা পাতা উল্টে দেখে চমৎকৃত হয়ে বইটা কিনে নিয়ে বাড়ি এলাম । অনেক রাত পর্যন্ত পড়ে শেষ করলাম বইটা । এইরকম বিষয়বস্তু নিয়ে কোন বই এর আগে পড়ি নি বা শুনিও নি । বইটাকে যক্ষের ধনে মত আগলে রাখতাম । কাউকে পড়তে দিলে এক্কেবারে অসভ্যের মত জিজ্ঞেস করতাম - হ্যাঁ রে , শেষপর্যন্ত গেঁড়িয়ে দিবি না তো ? কেউ কেউ প্রথমে রেগে যেত আমার এরকম আদেখলেপনায় ! কিন্তু কি করবো ? বইটা আমার বড় প্রিয় ছিলো যে ! বইটা হচ্ছে "অন্বিষ্ট হৃদয় অপচিত হৃৎপিণ্ড" । বইটা এখনও আমার কাছে আছে । ভেবেছিলাম বইটা নিশ্চয়ই আর কারুর কাছে নেই । এখানে লটকাতে দিয়ে খুব নাম কিনবো ! কিন্তু হায় , কোন বদমাশ আগেই এটাকে লটকে দিলো এখানে , আমার আগেই !
    মহান আবিস্কারক , চিকিৎসা বিজ্ঞানী ও লেখক নিকোলাই আমোসভ কে জানাই আন্তরিক শ্রদ্ধা :

    http://en.wikipedia.org/wiki/Mykola_Amosovhttp://en.wikipedia.org/wiki/Mykola_Amosov

    ReplyDelete
    Replies
    1. উইকিপিডিয়ায় নিকোলাই আমোসভের জীবনীর লিঙ্কটা কোন ভুলে পরপর দুবার ছাপা হয়ে গেছে । আসলে হবে :
      http://en.wikipedia.org/wiki/Mykola_Amosov

      Delete
  2. Thanks so much for this one. Glad to see that I'm able to download the book without any hassle. Please guys, don't be disheartened by what happened. We are with you...

    Farabi

    ReplyDelete

Navigator